১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

প্যারিস চুক্তির সিদ্ধান্ত আগামী সপ্তাহে: ট্রাম্প

অনলাইন ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আদৌ বেরিয়ে আসবে কিনা সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর চাপ থাকা স্বত্ত্বেও তিনি এ বিষয়ে তেমন গুরুত্ব দেননি। মার্কিন প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন ওয়াশিংটনে ফিরে যাবার পর আগামী সপ্তাহে প্যারিস চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ট্রাম্প শনিবার (২৭ মে) সিসিলিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে শিল্পোন্নত অন্য ছয়টি সদস্য রাষ্ট্রের মতো প্যারিস জলবায়ু চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেননি। এর আগে তিনি এ চুক্তি থেকে বের হয়ে যাবার হুমকি দিয়েছিলেন। এছাড়া জলবায়ু পরিবর্তনকে তিনি ‘ভাওতাবাজি’ বলেও আখ্যায়িত করেছেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ট্রাম্পের অনিশ্চিত অবস্থান তাকে জি-৭ এর সদস্যদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্যারিস চুক্তি হলো বিশ্বের প্রথম জলবায়ু সংক্রান্ত পূর্ণাঙ্গ চুক্তি। এটি ২০১৫ সালে স্বাক্ষরিত হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা।
এক্ষেত্রে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরন কমিয়ে আনার প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে প্যারিস চুক্তি কার্যকর করতে মোট ৫৫ টি দেশের অনুমোদনের প্রয়োজন রয়েছে। এই দেশগুলো ৫৫ শতাংশ বৈশ্বিক কার্বন নিঃসরন করে থাকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালের সেপ্টেম্বরে এই চুক্তি স্বাক্ষর করেন এবং জি-৭ এর সকল সদস্য এই চুক্তির প্রতি তাদের সমর্থন জানিয়েছে। সূত্র: বিবিসি

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৮, ২০১৭ ৪:২৪ অপরাহ্ণ