আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য দেন।
পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কাইয়ুং ওহা জানান, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের ব্যাপারে কিম প্রতিশ্রুতি দিয়েছেন। কিমের কাছে বিষয়টি সুস্পষ্টভাবে জানতে চাওয়ার পর তিনি এই অঙ্গীকার করেন। এই প্রথম তার কাছ থেকে এই ধরনের প্রতিশ্রুতি পাওয়া গেল বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। ফিনল্যান্ডে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হতে পারে বলে এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল। -দ্য গার্ডিয়ান
দৈনিকদেশজনতা/ আই সি