১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

টি-২০ র‌্যাংকিং-এ উন্নতি মুশফিকুর-রুবেলের

স্পোর্টস ডেস্ক: 

গতকাল শেষ হওয়ার নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও পেসার রুবেল হোসেনের।

টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ রান করেন মুশফিক। যার সুবাদে র‌্যাংকিং-এ ১৪ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৪৬৮।
মুশফিক ছাড়াও বাংলাদেশের মধ্যে র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে সাব্বির রহমানের। ফাইনালের আগে ৪ ম্যাচে ৭০ রান করেছিলেন তিনি। তবে ফাইনালে জ্বলে উঠে তার ব্যাট। ৭৭ রানের অসাধারন ইনিংস খেলেন সাব্বির। এতে লড়াই করার পুঁিজও পায় বাংলাদেশ। পুরো আসরে ১৪৭ রান করেছেন সাব্বির। র‌্যাংকিং-এ ১৮তম স্থানে আছেন তিনি। এছাড়া সৌম্য সরকার ৩১তম, তামিম ইকবাল ৪০তম, মাহমুদুল্লাহ রিয়াদ ৪২ ও সাকিব আল হাসান ৪৫তম স্থানে রয়েছেন। ১০১তমস্থানে রয়েছেন লিটন দাস।

নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রুবেল। তাই র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় ৪০ ধাপ এগিয়ে ৪২তমস্থানে রয়েছেন রুবেল। টুর্নামেন্টে ৭ উইকেট পেলেও এক ধাপ পিছিয়ে ৮-এ নেমে গেছেন মুস্তাফিজুর রহমান।
অলরাউন্ডার টেবিলে আরও এক ধাপ পিছিয়ে গেছেন সাকিব। তৃতীয়স্থানে রয়েছেন সাকিব। অবশ্য নিদাহাস ট্রফিতে মাত্র ২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৪ রান ও বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব।

টি-২০ র‌্যাংকিং-এ ব্যাটসম্যান তালিকায় নিউজিল্যান্ডের কলিন মুনরো, বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান ও অলরাউন্ডারদের তালিকায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সবার উপরে আছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ৯:২৮ অপরাহ্ণ