স্পোর্টস ডেস্ক:
নিদাহাস ট্রফিতে গত শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। ওই ম্যাচের শেষ ওভারের ‘নো বল’ বিতর্কও কারো ভোলার কথা কথা নয়। তবে, সবকিছু ছাপিয়ে ম্যাচটিতে জয় তুলে নিয়ে সিরিজের ফাইনালে উঠেছিল টাইগাররা।
‘নো বল’ বিতর্কের ওই ঘটনাকে কেন্দ্র করে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে জরিমানা করে আইসিসি। সাথে তাদের দুইজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়।
ম্যাচটিতে থিসারা পেরেরার সঙ্গে মাঠে কথা কাটাকাটি হয়েছিল টাইগার ক্রিকেটার নুরুল হাসান সোহানের। তবে, কী হয়েছিল ওই সময়? সেটি নুরুল হাসান সোহান নিজেই জানিয়েছেন। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে তিনি বলেছেন, কথা কাটাকাটির এক পর্যায়ে থিসারা পেরেরা তাকে গালি দিয়েছিলেন।
নুরুল হাসান সোহান বলেছেন, ‘আমাকে রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য পাঠানো হয়েছিল। আমি আম্পায়ারের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে, প্রথম বলটি বাউন্সার দেয়া হয়েছিল কি না? এমন সময় থিসারা আমার দিকে এগিয়ে আসে এবং বলে, তুমি কথা বলার কে? তুমি যাও। এখানে তোমার কথা বলার কিছু নেই। আমি বলেছিলাম, আমি তোমার সঙ্গে কথা বলছি না। এরপর সে আমাকে গালি দিতে শুরু করে। আমি তাকে বারবার বলছিলাম, এখানে তোমার সঙ্গে কিছু হচ্ছে না। আমার শান্ত থাকাই উচিৎ ছিল।’
গতকাল শেষ হয়েছে নিদাহাস ট্রফি। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে দুই উইকেটে হেরে যায় বাংলাদেশ। সিরিজ শেষে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ দল।
দৈনিক দেশজনতা /এন আর