১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

ফিলিপাইনে হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেল ও ক্যাসিনো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানি ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আগুন লাগার ২৪ ঘণ্টা পরও ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের ২২ তলা বিশিষ্ট ওয়াটারফ্রন্ট ম্যানিলা প্যাভেলিয়ন নামের ভবনটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে বেগ পেতে হচেছ।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ বলা হয়নি।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নিহত পাঁচজন হোটেল কর্মী।

আগুন লাগার পর হোটেল ও ক্যাসিনোতে অবস্থানরত শতাধিক অতিথিকে উদ্ধারকর্মীরা নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়।

মেট্রো ম্যানিলা উন্নয়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত প্রধান জজো গার্সিয়া বলেন, “ভবনটির কোনো রুমে আর লোক নেই। যদিও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির সব ফ্লোরে প্রবেশ করতে পারেননি।”

তিনি বলেন, প্রচণ্ড ধোঁয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ৫:৫৩ অপরাহ্ণ