১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

বিএনপির বিক্ষোভ কাল: সমাবেশ ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ ও ২৯ মার্চ রাজধানীতে সমাবেশ করবে দলটি। আজ সোমবার দুপুরে নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সোমবার রাজধানীতে বিএনপি সমাবেশের অনুমতি না পাওয়ায় সমাবেশ হয়নি। তাই কাল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করা হবে।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, জেড মর্তুজা চৌধুরী তুলা প্রমুখ।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১:০৫ অপরাহ্ণ