১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার মিরপুরে ১০ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দপুরে রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এর এক ঘণ্টা আগে সকাল ৯টায় বিজিবি সদর দপ্তরের সামনে বাসের ধাক্কায় নির্মল মন্ডল (৩০) নামে এক মাছ ব্যবসায়ী মারা যান।

এ ছাড়া শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের গোবিন্দপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম ইসলাম (৩০) ঘটনাস্থলে মারা গেছেন।

আহতদের মধ্যে ছয়জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলার (কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের) গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন।

এদিকে সকাল ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী একটি অটো বাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো বাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মন্ডল রাস্তায় ছিটকে পদে ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া শনিবার দিবাগত ১২টার দিকে ঝিনাইদহের শৈলকুপা থেকে ঢাকাগামী কুষ্টিয়া এক্সপ্রেস এর একটি বাস মিরপুর উপজেলার গোবিন্দপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার সায়েম (৩০) মারা যান। আহত হন বাসটির হেলপারসহ ৯ যাত্রী। হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, বাসটির হেলপার হেলাল মন্ডল (৩০), শাহেদ (৩৫), রহমান (৪৫), হাওয়া খাতুন (৬০), মমতাজ খাতুন (৪৫) ও ইউসুফ (৪০)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশের ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানিয়েছেন, নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৮, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ