কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ ৫৩ টি ইয়াবাসহ মহিরুল প্রামানীক (২৮) নামে একজনকে আটক করেছে। সে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেব নগর গ্রামের মৃত দিলবার প্রামাণীকের ছেলে।
জানা যায়, ১৮ মার্চ রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার লিটন কুমার বিশ্বাস ও এ এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যায়। অভিযানকালে পাশ্ববর্তী ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মহিরুলকে আটক করে। পরে তার শরীর তল্লাশীকালে ৫৩ টি ইয়াবা উদ্ধার হয়। এ বিষয়ে ওই রাতে মিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ০৪।
মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

