নিজস্ব প্রতিবেদক:
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ র্যালি ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ইবি শাখার উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার নয়, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ নয় এবং চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা করণের দাবি জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এক দেশে দুই নীতি চালু থাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন মিথ্যা হতে বসেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কোটা থাকার কারণে কোটাধারীরা যে কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছে। অপরদিকে দেশের শত শত মেধাবীরা কোটা বৈষম্যের শিকার হয়ে বেকারত্বে ভুগছে। বঙ্গবন্ধুর বাংলায় আমরা এই বৈষম্য থাকতে দেবো না। সমাবেশ শেষে বেলা ১২টার দিকে বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়। এসময় র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ