১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

উপজাতীয় কোটার সংষ্কার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্য দুর হোক, মেধাবীদের জয় হোক’এ স্লোগানে পাহাড়ে ‘বৈষম্য সৃষ্টিকারী’ উপজাতীয় কোটা প্রথার সংষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক নুর জাহান বেগম, বাঙালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কলেজ শাখার প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মোমিন প্রমুখ।
এসময় তারা বলেন, পাহাড়ে উপজাতীয় কোটা পাহাড়ি বাঙালিদের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। পাহাড়ের সব মানুষই পিচিয়ে পড়াদের অন্তর্ভূক্ত। বরং বর্তমানে সাধারণ বাঙালিরা উপজাতীয়দের থেকে অধিক অধিকার বঞ্চিত। তাই অবিলম্বে পাহাড়ে বৈষম্য সৃষ্টিকারী উপজাতীয় কোটা ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনার জোর দাবি জানান তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ৪:৫৭ অপরাহ্ণ