১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

হিজাব খুলতে বলায় পুলিশের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিম নারীদের হিজাব খুলতে বলায় নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করেছে ২ মুসলিম নারী। মামলায় তাদের পক্ষে লড়ছেন সেখানকার একটি বেসরকারি সংস্থা (এনজিও)।

২টি আলাদা আলাদা ঘটনার জন্য গ্রেফতার করা হয় আরওয়া আজিজ ও জামিলা ক্লার্ক নামের দুই নারীকে৷ গ্রেফতারের পর ছবি তোলার জন্য তাদের হিজাব খুলতে বলা হয়৷ আদালতকে তারা জানিয়েছেন, হিজাব খোলার জন্য তাদের ওপর জোর প্রয়োগ করে নিউইয়র্ক পুলিশ৷ এ নিয়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করে তারা৷ তাদের সঙ্গে যুক্ত হয় একটি এনজিও৷ যেসব মহিলা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদের হয়ে লড়াই করে এই এনজিও৷

এনজিওটি চ্যালেঞ্জ করে জানিয়েছে, ছবি তোলার সময় ব্যক্তির মাথা, চোখ, কান, মুখ দরকার হয়৷ হিজাব না খুলেও ছবি তোলা সম্ভব৷ মহিলাদের বাক-স্বাধীনতা ও ধর্ম বিশ্বাসে হস্তক্ষেপ করা হয়েছে৷ তবে নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ক্লার্কের প্রাক্তন স্বামী বলেছেন, ক্লার্কের নিউ জার্সির বাড়িতে এক অফিসার এসেছিলেন৷ তিনি ছবি তোলার জন্য ক্লার্ককে হিজাব খুলতে বলেন৷ ক্লার্ক কাঁদছিলেন৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি৷ আদালতের ডকুমেন্টে বলা হয়েছে, একজন অফিসার ফোটোগ্রাফটি অনলাইন ডেটাবেসে রাখার জন্য তোলেন৷ ছবি অনেক পুরুষ অফিসারকে দেখানো হয়৷

২০১৭ সালে আজিজকে ব্রুকলিনে গ্রেফতার করা হয়৷ জেলের মধ্যে আজিজকে হিজাব খুলতে বলা হয়৷ যাতে কান ও চুল স্পষ্ট দেখা যায়, সেই কারণে তাকে হিজাব খুলতে বলা হয়৷ জেলের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে আজিজ৷

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ