২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৬

বীরগঞ্জে ১৪টি ঘর ও ৭ টি গবাদি পশু পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর বীরগঞ্জে ভয়াবহ আগুনে ১৪ টি ঘর সহ ৭ টি গবাদিপশু পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলোর দাবি, আগুনে ১০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে। গরু ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

গত শনিবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আফাজউদ্দিনের বাড়ী গরু ঘরের কয়েলেন আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আফাজউদ্দিনের ৩টি ঘর ৪টি গরু,৩টি ছাগল, ফজু মিয়ার ৩টি ঘর,আমিনুর ইসলামের ৩টি ঘর, হাসেম আলীর ২টি ঘর, মান্নানের ২টি ঘর এবং তোহিদুলে ১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় বসতঘরসহ মোট ১৪টি ঘর সহ ৪টি গরু এবং ৩ টি ছাগল পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গরু ঘরের কয়েলের আগুন থকে সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ