২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৪

তুর্কি বাহিনীর হামলায় আফরিনে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার আফরিন শহরে তুর্কি সেনাবাহিনী ও তাদের অনুগত ভাড়াটে সৈন্যদের ভয়াবহ বোমা হামলায় ২২ বেসামরিক ব্যক্তি নিহত হয়। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে।

সিরিয়ান অ্যারাব নিউজ এজেন্সি সানা জানায়, সিরিয়ার আফরিন হাসপাতালে তুর্কি সেনাদের বোমা বর্ষণে শিশুসহ ১৬ বেসামরিক নাগরিক নিহত ও বেশ কিছু লোক আহত হয়। এছাড়া তুর্কি সেনাদের বিচ্ছিন্ন বোমাবর্ষণে আরো ছয় ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়।

আফরিন হাসপাতালের পরিচালক ড. জওয়ান মোহাম্মদ সানাকে জানান, শুক্রবার (১৬ মার্চ) তুর্কি সেনাদের হামলায় হাসপাতালে অনেকে নিহত হয়। এছাড়া হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এখন সেখানে সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

সানা জানায়, তুর্কি বাহিনী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা আফরিন শহরে ভারি অস্ত্রের সাহায্যে হামলা চালায়। এতে ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি করে। হামলা চলাকালে শতাধিক পরিবার সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ৪:২২ অপরাহ্ণ