২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৭

বিমানবন্দরে টয়লেট থেকে ৫০টি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার (১৭ মার্চ) সোয়া ১১টার দিকে বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০৪ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

আরিফুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। টয়লেটের ভেতর হাই কমডের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ছিল স্বর্ণগুলো। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পাসিং আউটের পর আমাদের শুল্ক গোয়েন্দা সদস্যরা বিমানবন্দরে সর্বত্র নিয়মিত তল্লাশি চালান। ওই তল্লাশিকালে বারগুলো পাওয়া যায়।’ তিনি বলেন, ‘উদ্ধার স্বর্ণের বারের ওজন প্রায় ৫ কেজি ৮০০ গ্রাম। কে বা কারা বারগুলো সেখানে রেখেছে তা নিশ্চিত হতে পারিনি।’

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১:০৮ অপরাহ্ণ