গাজীপুর প্রতিবেদক :
টঙ্গী থানা বিএনপির সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহান শাহ আলম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম এবং দপ্তর সম্পাদক ডা. মাজহারুল আলম জানান, শাহান শাহ আলম দীর্ঘ দিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ঢাকার উত্তরার বাসায় রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।
শাহান শাহ আলমের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

