১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

স্টেশনে ব্যাগ ফেলে রাখায় আটক দুই বাংলাদেশি

দৈনিক দেশজনতা  রিপোর্ট:

সিঙ্গাপুরে দুই বাংলাদেশি শ্রমিক গ্রেফতার হয়েছেন। জানা গেছে, একটি স্টেশনে ব্যাগ রেখে তারা টয়লেটে গেলে ওই ব্যাগ নিয়ে আতঙ্ক তৈরি হয়। সিঙ্গাপুরের আলজুনায়েদ স্টেশনে শুক্রবার এ ঘটনা ঘটে। দ্য নিউ পেপারের প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাদের সঙ্গে তিনটি ব্যাগ ছিল, এরপর ব্যাগগুলো রেখে তারা চলে যায়।

এর ১০ মিনিটের মধ্যে স্টেশনের দুই কর্মকর্তা এবং অন্তত চারজন পুলিশ সদস্য এসে তল্লাশি শুরু করেন। ততক্ষণে ওই দুই বাংলাদেশিও আবার ফিরে আসেন। পরে অবশ্য ব্যাগে কেবল খাবার ও গৃহস্থালী সামগ্রীই পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্যাগ দুটি রেখে ওই দুই বাংলাদেশি টয়লেটে গিয়েছিলেন। তবে পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।

দ্য নিউ পেপার ও সুরে বহ কোনো পত্রিকায়ই আটক বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৮, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ