১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

রংপুরে ব্রিজ থেকে পড়ে নিহত ২

রংপুর প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের টিনির ডোবা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মিঠিপুর ইউনিয়নের ইউপি সদস্য ও রওশনপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম শাহিন (৪০) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ছাদেকুল ইসলাম (৩৩)।

মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফারুক আহমেদ জানান, ইউপি সদস্য শাহিন প্রায়ই পীরগঞ্জ শহর থেকে গভীর রাতে বাড়ি ফিরতেন। । শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের দুরামিঠিপুরের টিনির ডোবা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আরোহী ছাদেকুলের মৃত্যু হয়। পরে শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ