১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার হাফার আল বাতেন থেকে রিয়াদে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি।

নিহত আনোয়ার হোসেনের নিকটাত্মীয় আব্দুস সালাম জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে সৌদি আরবের হাফার আল বাতেন থেকে রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মরদেহ রোমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা আশংকামুক্ত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত আনোয়ার হোসেনের বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার চক চন্দ্রপুর গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুর রউফ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১১:৩৯ পূর্বাহ্ণ