১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

শ্রীলঙ্কায় টাইগারদের ড্রেসিংরুম ভাঙচুর

স্পোর্টস ডেস্ক: 

বাঘ-সিংহের লড়াই যে এতদূর গড়াবে তা কেউ ভাবতে পারেনি। নিজেদের মাঠে ব্যাপক দর্শক সমাগম ও জয়ের অদম্য প্রত্যাশার পাশাপাশি লঙ্কানদের ওপর বাড়তি চাপও সৃষ্টি করেছে বলা যায়। কিন্তু খবরে দেখা গেল, স্বাগতিকরা ধরেই নিয়েছিল ফাইনাল হতে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কার মধ্যে। এবং সেই মোতাবেক ‘ওয়েলকাম টু শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া গাড়ির স্টিকারও ছাপিয়ে রেখেছিল শ্রীলঙ্কার ক্রিকেট কর্তৃপক্ষ। এ থেকেই বোঝা যায়, বাংলাদেশকে তারা কোন হিসেবের মধ্যেই রাখেনি। সেই বাংলাদেশি টাইগাররা যখন গর্জে উঠলো তখন বাজে আম্পায়ারিংয়ের সুযোগটাও কাজে লাগাতে পারেনি লঙ্কান সিংহরা। শেষ ওভারে তাই উত্তেজনাটা যেন মাত্রা ছাড়িয়েই গিয়েছিল।

শেষ ওভারের নো বল কাণ্ড

ইংনিসের শেষ ওভারের দ্বিতীয় বল। রান আউট হয়ে ফিরে যাচ্ছেন মোস্তাফিজ। কিন্তু, তার আগেই জটলা বেধে গিয়েছে বাউন্ডারি লাইনে। বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান ততক্ষনে তর্ক জুড়ে দিয়েছেন ম্যাচ অফিসিয়ালদের সাথে, একাধিকবার মাহমুদুল্লাহ-রুবেলকে ইঙ্গিত করলেন মাঠ ছেড়ে আসারও। কিন্তু, খালেদ মাহমুদ এর মধ্যস্থতায় এবং নিজের ওপর অটল বিশ্বাসে ক্রিজে ফিরে বাংলাদেশকে অবস্বরণীয় জয় এনে দিলেন মাহমুদুল্লাহ।

কিন্তু প্রশ্নটা হচ্ছে ঠিক কি ঘটেছিলো ঐ সময় যার ফলে বিশাল ঝুঁকি নিয়ে হলেও সাকিব ম্যাচ শেষ না করেই ফিরে আসতে বলেছিলেন রুবেল-রিয়াদকে? উদানার করা দ্বিতীয় বলটিকে লেগ আম্পায়ার নো বল কল করলেও সেটি অগ্রাহ্য করেন মূল আম্পায়ার। আর এটিই তাতিয়ে দিয়েছিলো সাকিবকে। ম্যাচের অমন পরিস্থিতিতে একটি ফ্রি হিট এবং বাড়তি রানের গুরুত্ব অবুঝেও বোঝে।

বাংলাদেশের বিপক্ষে এমন ম্যাচ ডাকাতি অবশ্য নতুন নয়। বিশ্বকাপে ভারতের সেই ডাকাতির স্মৃতি তো আজও রক্ত ঝরায় বাঙ্গালিদের মনে। তবে এ ম্যাচ থেকে একটি বিষয় স্পষ্ট, প্রতিপক্ষ যেই হোক প্রতিবাদ করতে শিখেছে বাংলাদেশ। ম্যাচ বয়কট করাটা হয়তো ক্রিকেটিয় দৃষ্টিকোণ থেকে সমালোচিত হতে পারে, তবে বারবার অন্যায় মেনে মুখ বুজে বসে থাকারও কিছু নেই।

হ্যা, হয়তো আরেকটু ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে পারতেন সাকিব, কিন্তু এই ইস্যুতে সাকিবের সমালোচনা না করে বরং পাশেই দাড়ানো উচিত। এসব ক্ষেত্রে যেখানে লেগ আম্পায়ারের কলই বহাল থাকে, সেখানে সেটা না করে বরং অন্যায় করেছেন ফিল্ড আম্পায়ার। আর টাইগার সাকিবও প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছেন প্রকাশ্যে ম্যাচ ডাকাতির দিন শেষ।

ড্রেসিংরুমে ভাঙচুর

উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান পত্রিকা কলম্বো গেজেট। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ার পর মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা ড্রেসিং রুমে ভাঙচুর করেছে তা জানায়নি পত্রিকাটি। প্রতিবেদনে ড্রেসিংরুমের সামনে ভাঙা গ্লাস পড়ে থাকার ছবিও প্রকাশ করা হয়েছে।

ক্রিকইনফো’র প্রতিবেদনে বলা হয়েছে, ড্রেসিং রুমে ভেতর থেকে কেউ ভেঙে থাকতে পারে। জয়ের কারণে ‘অতি উচ্ছাস’ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি। এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে স্টেডিয়াম কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ