২২শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৩৪

যুক্তরাষ্ট্রে সাবেক এফবিআই উপপরিচালক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আরেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এবার চাকরিচ্যুত হলেন সাবেক এফবিআই উপপরিচালক অ্যান্ড্রু ম্যঅককাবে। গত শুক্রবার রাতে অ্যাটর্নি জেনারেল জেফ সেসন্স তাকে বরখাস্ত করেন। অবসর গ্রহণের মাত্র দুদিন বাকি থাকতে তাকে সরিয়ে দেয়া হলো।

মার্কিন গোয়েন্দা সংস্থাটির দ্বিতীয় এই শীর্ষ কর্মকর্তা সাম্প্রতিক সময়ে প্রায়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন। আগামী রোববার ৫০তম জন্মদিনে তার অবসর গ্রহণের কথা ছিল। ওই দিন তিনি অবসর গ্রহণ করতে পারলে আগাম অবসর সুবিধাগুলো পেতে পারতেন। কিন্তু এখন তিনি তার নির্ধারিত পেনশনের সামান্য কিছু অংশ পাবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ণ