সিলেট প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সিএনজি অটোরিকশায় বহিরাগত এক যুবক তাকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় শুক্রবার বহিরাগত এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ওই যুবকের নাম কাদির।
জানা গেছে, শুক্রবার মদিনা মার্কেট থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিএনজি অটোরিকশায় ভার্সিটি গেইট আসছিলেন। এ সময় অটোরিকশায় থাকা যুবক তাকে বারবার গায়ে হাত দেন। তখন ওই ছাত্রী সরে বসার পরও ওই যুবক তাকে উত্ত্যাক্ত করতে থাকে।
পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গেইটে নেমে শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। এতে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা অটোরিকশা আটকে ওই যুবককে এ বিষয়ে জিজ্ঞাসা করতে যায়। তখন ওই যুবক অটোরিকশা থেকে নেমে দৌড় দেন। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দেন শাবি শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ফটক থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

