বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
বিশ্বের সর্ববৃহৎ অন-ডিম্যান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটির লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স প্রকাশ করেছে। আর ২০১৮ সালের এবারের ইনডেক্সে ১১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, প্রায়শই ঢাকাবাসীরা উবারের গাড়িতে জিনিসপত্র ভুলে রেখে যান, যার কারণে এবছর ঢাকাও এই তালিকায় স্থান পেয়েছে।
প্রত্যেক সপ্তাহে হাজার হাজার মানুষ তাদের চাবি, চার্জার, মানিব্যাগসহ আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ভুলে গাড়িতে রেখে যান। যাত্রীরা প্রায়শই যেসব জিনিসপত্র ভুলে রেখে যান তার উপর ভিত্তি করেই উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সটি তৈরি করা হয়েছে। এছাড়াও এই তালিকার মাধ্যমে প্রকাশ পায় কোন শহরের মানুষের ভুলে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এবং জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার প্রবণতা কোন দিন বেশি থাকে।
উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রোভজোৎ সিং বলেন, “জীবনে কখনো না কখনো আমাদের সবার সাথেই এমন হয়েছে যে আমরা আমাদের খুবই প্রয়োজনীয় বা প্রিয় জিনিসটি হারিয়ে ফেলেছি। সেই জিনিসটি যখন ফিরে পাওয়া যায় তখন খুশির সীমা থাকে না। এক ব্যাগ গলদা চিংড়ি ফেরত পাওয়ার পর ভোজনপ্রিয় কোনো যাত্রীর হয়তো ঠিক এমনটিই মনে হয়। এই বিশেষ তালিকাটির মাধ্যমে আমরা আমাদের যাত্রীদের জানাতে চাই যে তারা আমাদের অ্যাপটি ব্যবহার করেই তাদের হারিয়ে যাওয়া জিনিসটি ফেরত পেতে পারেন।”
উবার থেকে জানানো হয় যে, চলতি মৌসুমে দিনের সময়ে বিশেষ করে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার উবার যাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া সোমবার এবং শনিবার যাত্রীদের জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার পরিমাণও অনেক বেশি।
বেশির ভাগ সময় ঢাকাবাসী উবারে যে ১০টি জিনিস ভুলে রেখে যায়
ঢাকার উবার ব্যবহারকারীরা যে ১০টি জিনিস সবথেকে বেশি ভুলে গাড়িতেই ফেলে যান তা হলঃ মোবাইল ফোন, ব্যাগ, মানিব্যাগ, আইডি/লাইসেন্স/পাসপোর্ট, চশমা, কাপড়, ছাতা, চাবি/কী কার্ড/তালা, টাকা, বোতল।
ঢাকাবাসীর উবারে ভুলে রেখে যাওয়া ১০টি অনন্য জিনিসপত্র
গলদা চিংড়ি, ২টি ব্যাডমিন্টন র্যাকেট, বিড়ালের হার্নেস, টাই এবং পকেট স্কয়ারে ভর্তি, একটি উপহার বাক্স, সোনার চেইন, মোবাইলের চার্জার, ঔষধ ও প্রেসক্রিপশন, সিগার, এক ক্যান স্টারবাক্স কফির, লোশনের বোতল।
দৈনিক দেশজনতা /এন আর