নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একই পরিবারের ১২ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হোলাসিজোত এলাকার পাথর ব্যবসায়ী আব্দুল জলিলের বাড়িতে এই ঘটনা ঘটে। গভীর রাতে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ, আধুনিক সদর হাসপাতাল সূত্র ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বাড়িতে রান্না ভাত, তরকারি, পানি, চাসহ বিভিন্ন খাবার খাওয়ার পর থেকে বাড়ির সদস্যদের প্রথমে মাথা ঘোরাসহ ঘুমঘুম ভাব দেখা দেয়। একে একে অচেতন হতে থাকে সদস্যরা। এক পর্যায়ে ওই পরিবারের ১২ জন সদস্য অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে রাত ১০টার দিকে তেঁতুলিয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা নীরিক্ষা করে তাদের খাবারে চেতনানাশক মেশানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। তবে ১২ সদস্যই বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
অচেতন ১২ সদস্য হলেন, বাংলাবান্ধা ইউনিয়নের হোলাসিজোত এলাকার আব্দুল জলিল (৫৫), তার পরিবারের সদস্য আইনুল ইসলাম (২৮), ফেরদৌস (১৮), আঞ্জুমান আক্তার (১৫), শিমুলি আক্তার (২০), অনিমা আক্তার (৬), অরণ্য (৫), রাসেল (১০), অয়ন (৭), মনির হোসেন (২২), ময়না আক্তার (৫০) ও আসিয়া খাতুন (২৫)। বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘটনার পরপরই জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ ও সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম হাসপাতালে যান এবং অসুস্থদের খোঁজ খবর নেন।
পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছে। পরিবারটির পক্ষ থেকে আপাতত কাউকে সন্দেহ করা হয়নি। তবে সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ