নিজস্ব প্রতিবেদক:
সিলেট ও কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দু’জন অধ্যাপক। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপণে তাদের নিয়োগ দেওয়া হয়। এলপিআর এ যাওয়ায় এ দুটি বোর্ডের চেয়ারম্যান পদ শুন্য ছিল।
সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল কুদ্দুছ। তিনি সাবেক চেয়ারম্যান অধ্যাপক একে আমে গোলাম কিবরিয়া তাপাদারের স্থলাভিষিক্ত হলেন। আর কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমি ভুঁইয়া। তিনি অধ্যাপক আবদুল খালেকের স্থলাভিষিক্ত হলেন।
চেয়ারম্যান না থাকায় এ দুটি বোর্ডের সচিবরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত চেয়ারম্যান নিয়োগের আদেশে বলা হয়, নিয়োগকৃত চেয়ারম্যানরা নিজ নিজ বেতনক্রম অনুযায়ি বেতনভাতা পাবেন। তারা পদ সংশ্লিষ্ট অন্যান্য ভাতাদি পাবেন।
এদিকে, গত ৬ জানুয়ারি থেকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদও শুন্য রয়েছে। এ পদে গতকাল পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ বোর্ডের সচিব বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক শাহেদুল খবিরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একজন জুনিয়র কর্মকর্তা হলেও তাকে দায়িত্ব দেওয়ায় অন্য বোর্ডের চেয়ারম্যানরা ক্ষুব্ধ।
দৈনিক দেশজনতা/এন এইচ