সুনামগঞ্জ প্রতিবেদক:
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রীতে লেগুনা-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার শাল্লা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব (৪০) ও অফিসের কর্মকর্তা সেলিম আহমদ। আহত হয়েছেন অফিসের খামারি আমির হোসেন (৩০)।
তারা তিনজন মোটর সাইকেলে লক্ষ্মণশ্রী ইউনিয়নের জুনিগাঁও থেকে সুনামগঞ্জ শহরের দিকে ফিরছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ সময় হালুয়ারঘাট এলাকায় আসা মাত্র বিপরীত দিকে আসা একটি লেগুনা (হিউম্যান হলার) তাদের মোটর সাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। বাকি দুজনকে হাসপাতালে নিলে সেখানে মোতালেব মারা যান।
গুরুতর আহত খামারি আমির হোসেনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী আশিক।
সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘাতক লেগুনা চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা /এন আর