১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

ময়মনসিংহে নতুন দিনের কনসার্টে আসছে নগর বাউল

বিনোদন ডেস্ক:

গান প্রিয় দর্শকশ্রোতাদের মাতাতে ময়মনসিংহ অাসছে জেমস। আগামী ২৩ মার্চ রোজ শুক্রবার ময়মনসিংহেরর শহীদ ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলালিংক ফোর জি এর সৌজন্যে এক বিশাল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ময়মনসিংহে বাংলালিংকের আয়োজনে নতুন দিনের কনসার্ট এ আসছে দেশ বিখ্যাত নগর বাউল জেমস।

ব্লুজ কমিউনিকেশনস লি: এর অায়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর সহযোগীতায় এই কনসার্ট অনুষ্টিত হবে। শহরের কিশোর ও যুবকদের মাঝে এই কনসার্টকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। বিশেষ করে এই কনসার্টকে ঘিরে ময়মনসিংহে জেমস ভক্তদের মাঝে ব্যাপক অাগ্রহ লক্ষ করা গেছে।

উক্ত কনসার্টে জেমস ছাড়াও থাকবে চিরকুট, লালন, শিরোনামহীন, শুভ রকস, ভাইকিংস, শূণ্য এবং কর্ণিয়াসহ আরো অনেকে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ৪:১৯ অপরাহ্ণ