১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

বিপিএলে সিলেট সিক্সার্সের কোচ হবেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক:

ওয়াকার ইউনিস। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও কোচ। বিশ্বনন্দিত এই কিংবদন্তি সামনের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই মৌসুমের জন্য একটি ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন। সেই ফ্র্যাঞ্চাইজিটি হলো সিলেট সিক্সার্স। বিপিএলে গেল মৌসুমে সিলেটের কোচ ছিলেন জাফরুল এহসান। ২০১৮ ও ২০১৯ মৌসুমের জন্য তার জায়গা নেবেন ওয়াকার।

ওয়াকার এই মুহূর্তে ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়ে ব্যস্ত। ইসলামাবাদ ইউনাইটেডের ক্রিকেট পরিচালক তিনি। সেই সাথে দলটির বোলিং কোচও। দলটির প্রধান কোচ ডিন জোন্স। তার সাথে মিলে ওয়াকার এবার ইসলামাবাদকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছেন। দলটি এই প্রথম পিএসএলের প্লে-অফে খেলবে।

তবে বাংলাদেশ ও বিপিএল নিয়ে ভিন্ন একটা আকর্ষণ আছে ওয়াকারের। সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি বলেছেন, ‘বাংলাদেশ খুবই প্যাশনে ভরা একটি ক্রিকেট জাতি। তারা এখন বিশ্বের সেরা আট দলের একটি। এখন উঁচু মানের ক্রিকেট খেলে বাংলাদেশ। ওখানে কোচ হিসেবে কাজ করে তাদের উন্নতিতে সহায়তা করা আমার জন্য খুবই সন্তোষের ব্যাপার। ‘

সিলেট সিক্সার্স গেল বিপিএলে খুব একটা ভালো করতে পারেনি। নতুন মালিক তাদের। অনেক পরিবর্তন দলটিতে। নতুন করে দল সাজাতে থাকা সিলেটের প্রধান নির্বাহী ওয়াকারকে ফ্র্যাঞ্চাইজির নতুন কোচ হিসেবে পেয়ে খুবই খুশি, ‘আমাদের দলে এমন একজন কিংবদন্তিকে পেয়ে নিজেদের সম্মানিত বোধ করছি আমরা। তাকে আগে আমরা দূত হিসেবে পেয়েছিলাম। গত বছর আমাদের মেন্টর ছিলেন। আমরা তাকে সবসময় পুরো দায়িত্ব পেতে চেয়েছি। প্রধান কোচ হিসেবে তিনি যে অবশেষে আমাদের সাথে দীর্ঘ সময়ের চুক্তিতে রাজি হলেন তার চেয়ে আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না।’

সূত্র : ক্রিকইনফো।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ৩:৫৭ অপরাহ্ণ