২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৫

মেসির জোড়া গোলে কোয়ার্টারে বার্সা

স্পোর্টস ডেস্ক:

স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা৷ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি প্রি-কোয়ার্টারে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় কাতালান ক্লাব৷ জোড়া গোল করেন লিওনেল মেসি৷ দুই পর্ব মিলিয়ে দ্য ব্লুজদের ৪-১ গোলে হারিয়ে ইউরোপ সেরার লড়ইয়ে আরো এক পা এগিয়ে যায় বার্সা৷

ঘরের মাঠে মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করেছিল বার্সা৷ প্রথম লেগে চেলসির বিরুদ্ধে প্রথমবার গোল পাওয়ার আত্মবিশ্বাস বাড়তি চনমনে করে তুলেছিল মেসিকে৷ সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ে এলএম টেনের খেলায়৷ দুই অর্ধে দু’টি গোল করার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে অনন্য এক রেকর্ড গড়েন আর্জেন্টাইন তারকা৷ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন মেসি৷

ম্যাচের ৩ মিনিটের মাথায় সুয়ারেজের পাস থেকে চেলসির গোলমুখ খুলে ফেলেন লিও৷ দেম্বেলের সঙ্গে বল বিনিময় করতে করতে চেলসির বক্সে উঠে যান মেসি৷ অলোনসোর পায়ে প্রতিহত হয়ে বল সুয়ারেজের কাছে গিয়ে পৌঁছলে উরুগুয়েন তারকা তা পুনরায় মেসির পায়ে ঠেলে দেন৷ জোরালো শটে চেলসি গোলরক্ষকে পরাস্ত করে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন এলএম৷

২০ মিনিটে মেসি ও দেম্বেলের মিলিত প্রচেষ্টার ম্যাচের দ্বিতীয় গোল পেয়ে যায় বার্সেলোনা৷ মেসির পাস থেকে দূর পাল্লার শটে চেলসির জালে বল জড়ান দেম্বেলে৷

৬৩ মিনিটে সেই সুয়ারেজের ক্রস থেকেই ম্যাচে নিজের দ্বিতীয় ও চ্যাম্পিয়ন্স লিগে ১০০ তম ব্যক্তিগত গোল করেন লিও টেন৷ ৯৭ হাজার দর্শকের উপস্থিতিতে এমন বিরল নজির গড়া ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে ফেলেন মেসি৷

 

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ২:৫৮ অপরাহ্ণ