২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৭

গৌতা শহরে প্রবেশ করেছে সিরিয়ার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার সরকারি বাহিনী বুধবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতার একটি গুরুত্বপূর্ণ শহরে প্রবেশ করেছে। একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতার দক্ষিণের হামুরিইয়েহ শহরে সরকারি বাহিনী অভিযান চালিয়ে এর অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ এ ঘাঁটির পুনঃনিয়ন্ত্রণ নিতে রাশিয়ার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী গত ১৮ ফেব্রুয়ারি পূর্ব গৌতায় অভিযান শুরু করে।
পূর্ব গৌতা বিদ্রোহী নিয়ন্ত্রণের দিক থেকে তিন ভাগে বিভক্ত। আর এর প্রতিটি অংশ আলাদা বিদ্রোহী গ্রুপ নিয়ন্ত্রণ করছে। বিষয়টি মাথায় রেখেই সরকারি বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে।
হামুরিইয়েহ শহরটি ফেলাক আল-রাহমান গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। এএফপি’র সংবাদদাতা জানান, সেখানে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি থেকে পূর্ব গৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে ১ হাজার ২২০ জনের বেশী বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ২:১৯ অপরাহ্ণ