১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

খুলনায় ৫০০ টন ভেজাল সার জব্দ

নিজস্ব প্রতিবেদক:

খুলনার ৭ নম্বর ঘাট এলাকায় সরকারি সারের সঙ্গে নিম্নমানের দ্রব্য মেশানোর সময় প্রায় ৫০০ টন ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সাউথ ডেল্টা শিপিংয়ের সুপারভাইজার মো. শহিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম জানান, বুধবার দুপুর ১টার দিকে অভিযান শুরু করা হয়। মংলা বন্দর থেকে বিএডিসির ১৫ শত টন ডিএপি খোলা সার নিয়ে খুলনার ৭ নম্বর ঘাটে আসে ৩টি কার্গো।

কার্গো ৩টি হলো এমভি মাহজাবিন, এমভি তাহমিদ আরমান ও এমভি মাস্টার কৌশিক। ঘাটে এসে শিপিং এজেন্ট সাউথ ডেল্টা শিপিংয়ের তত্ত্বাবধায়নে প্যাকেটিং হচ্ছিল।

কিন্তু তারা ভালো সারের সঙ্গে নিম্নমানের সার মিশিয়ে গুদামজাত করছিলেন। অভিযানের আগেই বেশ কয়েক ট্রাক ভেজাল মিশানো সার ডিলারদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বিএডিসির যুগ্ম পরিচালক (সার) প্রশান্ত কুমার সাহা বলেন, শিপিং কোম্পোনি নিম্নমানের সার মেশানোর সময় ওসব সার জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হাসান ওয়ারিছুল কবির বলেন, ইতোমধ্যে বেশ কিছু মিশ্রিত সার বাজারে চলে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ