১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

পরিবারকে সমবেদনা জানাতে শহীদ জাকিরের বাড়ী গেলেন মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

গত সোমবার পুলিশী নির্যাতনে কারাগারে মৃত্যুবরণ করা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের বাড়িতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি দল। গতকাল বুধবার বিকেল ৪টায় গাজীপুরের পুবাইলে জাকিরের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেলেন বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, জাকিরের পরিবারকে সমবেদনা জানাতে বিএনপির মহাসচিব গাজীপুর গেছেন। এসময় গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ গাজীপুর জেলার আরো কয়েকজন নেতা মহাসচিবের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে জাকিরের পরিবারকে ফোন করে সান্তনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জাকির হোসেন মিলনের মা-বাবা এবং স্ত্রীর সাথে কথা বলে তাদের সান্তনা দেন। জাকিরের অসহায় বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। জাকির হোসেন মিলন গত ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখান থেকে বাসায় ফেরার পথে মিলনকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা আটক করে নিয়ে যায়। এরপর তাকে আদালতের মাধ্যমে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

ডিবি পুলিশের তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত শনিবার কারাগারে পাঠায় পুলিশ। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জাকিরের এ মৃত্যুকে মেনে নিতে পারেনি বিএনপির কেউই। তার মৃত্যু খবরের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রিমান্ডের নামে পুলিশ অমানুসিক নির্যাতন চালিয়ে জাকিরকে হত্যা করেছে। তিনি বলেছেন, ক্ষমতালোভী সরকার ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্যাতন চালিয়ে নানাভাবে হত্যা করার পাশাপাশি রিমান্ডের নামে নির্যাতন করে হত্যার আরেকটি নতুন খাতা খুললো।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আযোজিত জাকিরের নামাজে জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাকির হোসেন মিলন শহীদ হয়ে গেল। তার এই শাহাদাত আমাদের শক্তি যুগিয়েছে, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করেছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে- গণতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবো।

মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, সারা দেশ আজ বিচারবহির্ভূত গুম-খুন-হত্যার বধ্যভূমিতে পরিণত হয়েছে। মিলনের শাহাদাতবরণ আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পথ দেখিয়ে দিয়েছে। সেই পথেই আমাদের বিজয় অর্জিত হবে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ৭:৩৮ অপরাহ্ণ