১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামের বাসে পেট্রোল বোমা বিস্ফোরণ করে ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট ও জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
বুধবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকি বিল্লাহ জামিন আবেদন খারিজ করে দেন।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত জানান, আমরা খালেদার পক্ষে আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে ২৮ মার্চ তাকে কুমিল্লার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ৭:১৫ অপরাহ্ণ