১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

৩৬৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক:

ফেনীর পরশুরামের কুখ্যাত মাদক চোরাচালানি মো. শাহ আলমকে ৩৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ।
মঙ্গলবার রাতে ফুলগাজী উপজেলার বণিকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভারত হতে চোরাইপথে আসা বিপুল পরিমাণ ফেনসিডিল রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশায় করে পরশুরাম হতে ফেনী নেওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ফুলগাজী বাজার ও আশপাশের সড়কে অভিযান চালায় ফুলগাজী থানা পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের অটোরিকশাটি বণিকপাড়া অভিমুখে দ্রুতবেগে চালিয়ে সরু রাস্তায় ঢুকে পড়ে।

পুলিশ মাদক চোরাচালানি শাহ আলমকে দুই বস্তা ভর্তি ৩৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। তবে তার অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ৬:৪০ অপরাহ্ণ