১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

সারা দেশে যুবদ‌লের বিক্ষোভ ১৬ ও ১৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক:

বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে আগামী ১৬ ও ১৮ মার্চ সারা দে‌শে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ কর‌বে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (১৪ মার্চ) দুপুরে যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু এ কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন।

যুবদ‌লের সদস্য গিয়াস উদ্দিন মামুন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, ১৬ মার্চ বিভাগীয় শহ‌রে ও ১৮ মার্চ জেলা সদ‌রে যুবদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌বে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১:৪৭ অপরাহ্ণ