আন্তর্জাতিক ডেস্ক:
অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নেওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চীনের প্রায় সাত বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য রাশিয়ারই এক সংবাদ চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, চীনের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক। তবে এর পাশাপাশি আরও বড় ধরনের সামরিক চুক্তির কথাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, চীনে বেশি সংখ্যক এয়ারক্র্যাফ্ট সরবরাহ যে অব্যাহত থাকবে, সে প্রসঙ্গেও জানান তোজিন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজেদের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে চীন। এতে গত বছরের তুলনায় ৮.১ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য এবার চীন ১৭৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। গত বছরই চীন তার প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে ১৫০.৫ কোটি ডলার করে দেয়।
দৈনিকদেশজনতা/ আই সি