১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

ইথিওপিয়ায় বাস নদীতে ডুবে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক :

ইথিওপিয়ায় একটি যাত্রীবাহি বাস নদীতে ডুবে ৩৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তরের পার্বত্য অঞ্চল আমহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।

আমহারা অঞ্চলের পুলিশ কমান্ডার মোহাম্মদ আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনায় ১০ জন প্রাণে রক্ষা পেয়েছেন। নিহতদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ফানা ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। দক্ষিণের ওলো এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণা হারিয়ে খাদে পড়ে যায়।

প্রসঙ্গত, ইথিওপিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশ নড়বড়ে। গত বছর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৬ হাজার লোক নিহত হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৯:০০ অপরাহ্ণ