স্পোর্টস ডেস্ক:
দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ-২০১৮। এ লক্ষ্যে বেশ জোরেশোরেই প্রস্তুতি সেরে নিচ্ছে এতে টিকিট কাটা দলগুলো।
ব্যতিক্রম নয় ব্রাজিলও। জোর কদমে প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর অংশ হিসেবে আগামী ২৩ মার্চ রাশিয়া ও ২৭ মার্চ জার্মানির আতিথেয়তা নেবে তারা। ওই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেকাও কোচ তিতে। এ ২৫ জনের মধ্য থেকেই ২৩ সদস্যের দল দেবেন তিনি।
অনুমিতভাবেই ইনজুরির কারণে এ দলে নেই প্রাণভোমরা নেইমার। তার আগের স্কোয়াডের রয়েছেন ১৭ জন। কাটা পড়েছেন ৬ জন। দলের নতুন মুখ ৮ জন- নেতো, ফাগনার, ফিলিপ লুইস, পেড্রো জেরোমেল, রদ্রিগো কাইয়ো, ফ্রেড, অ্যান্ডারসন তালিস্কা ও উইলিয়ান জোসে।
ব্রাজিল স্কোয়াড
আলসন, এডারসন, নেতো।(গোলরক্ষক )
দানি আলভেজ, ফিলিপ লুইস, মার্সেলো ও ফাগনার,পেদ্রো জেরোমেল, মারকুইনহোস, মিরান্দা, রদ্রিগো কাইয়ো ও থিয়াগো সিলভা, কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাওলিনহো, কুতিনহো, রেনেত্তো আগুস্তো, অ্যান্ডারসন তালিস্কা ও উইলিয়ান,ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, টাইসন ও উইলিয়ান জোসে।
দৈনিক দেশজনতা /এন আর