২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

নাটোরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযান : আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গি আস্তানা সন্দেহে নাটোরের উত্তরা গণভবনের পিছনে ঘিরে রাখা একটি বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌনে ৬ টার দিকে এ অভিযান শুরু হয়। এরই মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকেই দীঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের পাশের ঐ বাড়িটি ঘিরে রাখা হয়। পরে, ভোরের আলো ফোটার আগেই সন্দেহভাজন জঙ্গিদের আত্মসর্মপণ করতে বলা হয়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায়। ভেতরে থাকা এক জঙ্গি আত্মসমর্পণ করার পর বাড়ির ভেতর প্রবেশ করে পুলিশ। সেখান থেকে চারজনকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঘিরে রাখা বাড়িটি এক প্রবাসীর বলে জানা গেছে। আটককৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার ভোর চারটা থেকে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল বাড়ি দুটি ঘিরে রেখেছিলেন।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৬:৪৫ অপরাহ্ণ