১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: 

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে মুহ্যমান বাংলাদেশর পুরো ক্রিকেট দল।

নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে জাতীয় ক্রিকেট দল। বুধবার ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, বাংলাদেশ দল কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমু্দউল্লাহ বলেছেন,‘আমরা যখন খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশি ছিলেন। খুবই মর্মান্তিক । তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার পরিজনের এই শোক বহন করার ক্ষমতা দেন, এ দোয়া করি।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিটি ক্রিকেটার আকস্মিক দূর্ঘটনায় নিজেদের শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত সোমবার ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে নেপালের কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৬:১৮ অপরাহ্ণ