৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:২১

বিমান ল্যান্ড করা নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার খবরটি সারা বিশ্বেই প্রধান খবর হিসাবে গুরুত্ব পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই নেপালের সব গণমাধ্যমেও এই খবরটিই প্রাধান্য পেয়েছে। তবে সেই সঙ্গে আরো একটি খবর শিরোনাম হয়ে এসেছে, ল্যান্ড করা নিয়ে কি ককপিট আর এয়ার কন্ট্রোলের মধ্যে কোন বিভ্রান্তি তৈরি হয়েছিল?

দি হিমালয়ান প্রতিবেদন করেছে, ইউএস বাংলা বিএস-২১১ ক্রাশে ৫০ জন নিহত। সেখানে ওই ঘটনার ছবি ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২২ জনকে নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়।

একান্তিপুরে গত সোমবার প্রধান খবর থাকলেও, দ্বিতীয় শিরোনাম, বিমান ভূপাতিত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু, ভয়াবহতা থেকে ২২ জনের রক্ষা। তাদের আরেকটি খবর, দুর্ঘটনার পর বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছে। সেখানে তারা একটি গ্রাফিক্সও যুক্ত করেছে, যাতে বিমানটির দুর্ঘটনার স্থান চিহ্নিত করে দেয়া হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ২:০২ অপরাহ্ণ