২৩শে জানুয়ারি, ২০২৫ ইং | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

নেপাল পৌঁছেছেন হতাহতদের স্বজনরা

নিজস্ব প্রতিবেদক:

বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর হতাহতদের ৪৬ জন স্বজনকে সাথে নিয়ে ইউএস-বাংলার একটি প্রতিনিধিদল নেপাল পৌঁছেছেন। স্বজনদের নিয়ে ইউ-এস বাংলার ফ্লাইট মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাঠমান্ডু অবতরণ করেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম।

তিনি বলেন, স্বজনদের নিয়ে ইউ-এস বাংলার একটি ফ্লাইট মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাঠমান্ডু অবতরণ করেছে। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ইউএস-বাংলার এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। হতাহতদের ৪৬ জন স্বজনকে সাথে নিয়ে ইউএস-বাংলার ৭ জন কর্মকর্তা রয়েছেন প্রতিনিধি দলে। তিনি জানান, সরকারের প্রতিনিধি বা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তারা পৃথকভাবে যাচ্ছে।

উল্লেখ্য, সোমবার ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়। এরপর বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে চার ক্রু-সহ ৭১ জন আরোহী ছিলেন। এরমধ্যে কমপক্ষে ৪৯ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। এর মধ্যে বাংলাদেশের যাত্রী ছিল ৪৩ জন। তাদের মধ্য থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ