১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

গাজীপুরে ফার্নিচারের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার দোকানের মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে টঙ্গী বাজার এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের বিপরীত পাশে আনারকলি মোড়ে ওই ফার্নিচারের দোকানে আগুন লাগে। কাঠের ফার্নিচারের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর ও উত্তরা থেকে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে তাদের চেষ্টায় সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে শাহজালাল ফার্নিচারের ওই দোকানের সকল ফার্ণিচারই পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১০:৪৮ পূর্বাহ্ণ