১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

ঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী বাশার আটক

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল পৌনে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

তিনি বলেন, ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) মামলার জামিনের রায় শুনে হাইকোর্ট থেকে মোটরসাইকেলে চড়ে ফিরছিলেন। এরপর তিনি (আবুল বাশার) প্রেসক্লাবের সামনে আসলে ডিবি পুলিশ আটক করে।

এরপর বাশারকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলেও সালাম আজাদ জানান।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ৮:২৫ অপরাহ্ণ