১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

জবির এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফার্মেসি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল ইকরাম অর্ণবকে (আইডি # B-১৬০৬০৬০১০, শিক্ষাবর্ষ: ২০১৬-১৭) স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সোমবার তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

তার বিরুদ্ধে আনিত প্রধান অভিযোগ হচ্ছে , গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের বাসে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করা এবং ওই ঘটনা পর্যবেক্ষণে যাওয়া শিক্ষকদের সাথে অসদাচারণ করা।

এছাড়া, তার বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মো. মাকসুদর রহমান শিহাবকে ছুরিঘাত করার অভিযোগো রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি মারামারির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগেরও সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ৭:০৪ অপরাহ্ণ