২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩২

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা ১২ মার্চের সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ‘জননিরাপত্তা ঝুঁকি’র কারণ উল্লেখ করে দলটিকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১১ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ‘জননিরাপত্তার ঝুঁকির কারণে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।’

গত ১ মার্চ (বৃহস্পতিবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর দলটি সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে লিখিত আবেদনের করেন। পরে তাদের একাধিক প্রতিনিধি দল সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি কার্যালয়ে যান। বারবার তাদের ‘পরে জানানো হবে’ বলে অবহিত করেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ১২ মার্চের ঘোষিত জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এবং তারা আশা করছে, শেষ পর্যন্ত প্রশাসন জনসভার অনুমতি দেবে।  লক্ষাধিক লোকসমাগমের ওপর বিশেষ জোর দেয়া হয় বলেও জানা গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ