১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সাড়ে ৩টায় আগুন লাগে। মাহফুজুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ২১টি ইউনিট এখনো কাজ করছে। জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরে তাদের সঙ্গে আরো পাঁচটি ইউনিট যোগ দেয়। এরপর ভোর সাড়ে ৫টার দিকে আরো তিনটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। এরপর ভোর ৬টা থেকে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৭০ বিঘা জমির ওপর বস্তিটি গড়ে উঠেছে। এতে প্রায় ৮ হাজারের বেশি ঘর আছে। এছাড়া এখানে ২৫ হাজারের বেশি মানুষ বাস করছেন। তাদের অধিকাংশই মিরপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১০:২১ পূর্বাহ্ণ