২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৬

নিদাহাস ট্রফি: সোমবার মুখোমুখি শ্রীলঙ্কা-ভারত

স্পোর্টস ডেস্ক: 
নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফিরতি পর্ব শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ফিরতি পর্বের প্রথম ম্যাচে লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। প্রথম পর্বে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিলো শ্রীলঙ্কা। এবার প্রতিশোধের মিশনে নামবে ভারত। শ্রীলঙ্কার লক্ষ্য এবারও জিতে ফাইনালের পথে এগিয়ে যাওয়া।
শ্রীলঙ্কার কাছে হারলেও বাংলাদেশকে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারায় ভারত। ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারলেও, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠে বাংলাদেশ। গতকাল সেই ম্যাচে ইতিহাস বদলে দেয় টাইগাররা।
তাই ফিরতি পর্বের শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে ভারত। কারণ ফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে জিততে হবে বলে মনে করেন দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান মনিষ পান্ডে, ‘প্রথম ম্যাচে শ্রীলেঙ্কার কাছে হেরেছি আমরা। তবে এবার আমরা জিততে চাই। এবারের জয় আমাদের ফাইনালের পথে ভালোভাবে টিকিয়ে রাখবে। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এবং জয় তুলে নেয়া।’
বাংলাদেশের কাছে হারলেও দল ভারতের বিপক্ষে ঘুড়ে দাড়াবে বলে মনে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে চান্দিমাল বলেন, ‘খুবই ভালো একটি ম্যাচ হয়েছে এবং ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিয়েছে। আমাদের বোলাররা ভালো করতে পারেনি। তাই ম্যাচটি হারতে হয় আমাদের। আমি নিশ্চিত, পরের ম্যাচে আমরা পরের ম্যাচেই ঘুরে দাড়াব এবং আবারো জয়ের ধারায় ফিরব।’

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৭:২৫ অপরাহ্ণ