১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

ফয়জুলের বাবা-মা ও মামা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত হামলাকারী ফয়জুলের বাবা-মা ও মামার রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর হাকিমআদালত-৩।

প্রসঙ্গত, শনিবার (৩মার্চ) বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী এবং পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করেন হামলাকারী ফয়জুল।

এ সময় উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা ফয়জুলকে ধরে ফেলেন। এর পর পিটুনি দিয়ে তাকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ