কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় ৩৯ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া মালভিটা এলাকায় স্থাপিত তল্লাশি চৌকিতে এ অভিযান চালানো হয় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের।
ওসি জানান, আটক ৩৯ জন বিভিন্ন দেশের নাগরিক। তাদের কারও ওয়ার্কপারমিট ভিসা নেই। এরা প্রত্যেকেই ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে চাকরি করছেন।
তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সংস্থায় কর্মরত। আটক বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিকদেশজনতা/ এফ আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

