১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১১

রোহিঙ্গাদের দেখতে আসছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের নির্বিচার গণহত্যা ও নির্যাতনের হাত থেকে রেহাই পেতে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও অস্ট্রেলিয়ার অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

আগামী ১৭ মার্চ চার দিনের সফরে কেট ব্ল্যানচেট ঢাকায় আসছেন। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, তাদের খোঁজ খবর নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

অস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী অস্ট্রেলিয়ার এই অভিনেত্রী সিরিয়ায় চলমান যুদ্ধে বাস্তচ্যুত হওয়া শরণার্থী ও রাষ্ট্রহীন হয়ে পড়া লোকদের বিষয়ে তথ্য অনুসন্ধানী মিশনে লেবানন ও জর্দান সফর করেছেন ।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১১:৪৮ পূর্বাহ্ণ